Aries Securities Limited

TREC Holder of Dhaka Stock Exchange Ltd.

All honorable BO Account holders of Aries Securities Limited are requested to update their BO Account information i.e.: Mobile Number, National ID, E-mail ID, Nominee etc.
IPO Application Process (বাংলা)

IPO আবেদনের ক্ষেত্রে আমাদের সেবা ও প্রয়োজনীয় তথ্য সমূহঃ


১. আবেদন ফর্মে প্রয়োজনীয় তখ্যসহ পূরণকৃত প্রিন্ট আমাদের যে কোন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনকারী শুধুমাত্র নিজের স্বাক্ষর দিয়ে ফর্মটি জমা দিবেন।

২. আপনার A/C (BO হিসাব)-এ পর্যাপ্ত পরিমান বা IPO- এর সমপরিমান Matured টাকা থাকলে IPOApplication করেতে পারবেন।

৩.আপনার Trading A/C –এ IPO- এর সমপরিমান টাকা না থাকলে আমাদের যে কোন অফিসে উক্ত পরিমান টাকা জমা দিয়ে দিয়ে IPOApplication করেতে পারবেন।

৪. Minus Account এর ক্ষেত্রে A/C Holder গণ IPO Application করতে চাইলে Account Plus করে IPO এর সমপরিমান টাকা জমা দিয়ে IPO Application করতে পারবেন।

৫. আমাদের অফিসে সরাসরি না এসে IPO Application এর জন্য প্রয়োজনীয় টাকা দি সিটি ব্যাংক লিঃ এর যে কোন শাখায় নগদ Pay-Order অথবা Cheque এর মাধ্যমে জমা দিয়ে মোবাইল নং-01531261217 তে SMS এর মাধ্যমে অথবা আমাদের Website-এ e-report registered গন money deposit form পূরণ ও submit করে জানাতে পারবেন।

আমাদের ব্যাংক হিসাবের তথ্যঃ


ব্যাংকের নাম : দি সিটি ব্যাংক লিমিটেড
শাখা : মতিঝিল শাখা
হিসাবের নাম : এরিস সিকিউরিটিজ লিমিটেড কাষ্টমারস একাউন্ট
হিসাব নং : ১১০১০৬৩৮৭০০০১

ব্যাংক ডিপোজিট স্লিপ এবং IPO –এর প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফর্ম স্বাক্ষর সহ Subscription Period- এর মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অফিসে পাঠাতে হবে। অথবা নিম্নে ৮নং সেবায় উল্লেখিত মাধ্যমেও পাঠাতে পারেন। একাধিক IPO আবেদনের টাকা জমার ক্ষেত্রে Trading A/Cনম্বর Deposit Slip-এ অথবা পৃথক ভাবে লিখে জানাতে হবে।

৬. Subscription Period- এর শেষ দুই কার্যদিবসে IPO Application এর জন্য কোন Pay-Order বা Cheque গ্রহন করা হবে না।

৭. Suspend A/C হোল্ডারগণ (যারা BO হিসাবের বাৎসরিক নবায়ন ফি পরিশোধ করেন নাই) BO ফিস পরিশোধ সাপেক্ষে IPO Application করেতে পারবেন।

৮. ইলেকট্রনিক ফর্ম অর্থৎ E-mail, Fax, SMS এবং আমাদের Website –এর মাধ্যমেও আবেদন করা যাবে।

E-mail –এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-


 IPO আবেদন ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তখ্যসমূহ উল্লেখ পূর্বক আপনার স্বাক্ষর সহ স্ক্যান করে আমাদের ipo.asl.bd@gmail.com এই ঠিকানায় E-mail পাঠিয়ে IPO আবেদন সম্পন্ন করা যাবে।. যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে e-mail address দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য উল্লেখ পূর্বক শুধুমাত্র Request-mail পাঠিয়ে IPO Application করেতে পারবেন। যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে e-mail address দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য উল্লেখ পূর্বক শুধুমাত্র Request-mail পাঠিয়ে IPO Application করেতে পারবেন ।

FAX-এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-


আমাদের Website থেকে IPO আবেদন ফর্ম ডাউনলোড করে অথবা আমাদের যে কোন অফিস থেকে IPO ফর্ম সংগ্রহ করে ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যসমূহ উল্লেখ পূর্বক আপনার স্বাক্ষর সহ আমাদের +৮৮-২-৯৫৭৫৮৪৯ এই নাম্বারে Fax পাঠিয়ে IPO সম্পন্ন করা যাবে।

SMS-এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-


 যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে Mobile Number দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য গুলো (Trading A/C, Company name , Category ) উল্লেখ করে উক্ত নাম্বার থেকে আমাদের 01531261217-এই মোবাইল নাম্বারে SMS পাঠিয়ে IPO Application করেতে পারবেন ।

Web-এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-


 (Web site: www.ariessecurities.com) আমাদের Website-এর Download-এ click করে IPO Form Download করে প্রিন্ট নিন এবং পূরণ পূর্বক স্বাক্ষর সহ আমাদের যে কোন অফিসে পাঠিয়ে দিন। e-Report Unregister গন আমাদের website-এ IPO Request- এ click করে IPO Form পূরণ করে submit করুন।

 ৯. Unsuccessful Account –এর টাকা Account Holder এর IPO Form এ উল্লেখিত Refund Instruction অনুযায়ী প্রদান করা হইবে ।

১০. আপনার IPO আবেদন আমাদের অফিস কর্তক গৃহীত হলো কিনা তা জানতে IPO updateতালিকা আমাদের  www.ariessecurities.com -এ visit করুন ।

১১. Issuer কোম্পানিকে পাঠানো আমাদের Client –এর IPO আবেদনের তালিকা এবং লটারীর পরেsuccessful client দের তালিকা আমাদের Website-এ Trading A/C (Client code) অনুযায়ী দেখা যাবে । অথবা DSE ও কোম্পানির Website –এ লটারীর পরে Successful Client দের তালিকা আমাদের TREC No. 048 অনুসরন করে Trading Account হিসাবে Search করলে পাওয়া যাবে ।
  • IPO Closing Datee –এর পূর্বে আপনার Trading A/C – এ IPO আবেদনের সমপরিমান Matured টাকা থাকা বাধ্যতামূ্লক।
  • বিভিন্নভাবে পাঠানো পূ্রনকৃত এবং স্বাক্ষরিত IPO ফর্ম অথবা SMS, Web, Fax, E-mail ইত্যাদির মাধ্যমে পাঠানো IPO অবশ্যই IPO closing date-এর মধ্যেই আমাদের ঠিকানায় পৌছাতে হবে এবং category (General/Affective small investor) উল্লেখ করতে হবে।


প্রয়োজনে যোগাযোগ করুনঃ


Name Mobile No. Telephone No.
Md. Faruk Ahmed 01929917704 9575849, 9575847
Omar Faruq 01929917705
Laila Akter 01929917714


IPO আবেদনের টাকা লেনদেন বিষয়েঃ-


Name Mobile No. Telephone No.
Sk. Zafor Ullah 01929917706 9575849, 9575847
Md. Monirul Islam 01929917707